Adani Group Share Prices: সিমেন্টের ব্যবসায় হাত গৌতম আদানির, বড় চুক্তির পরে শেয়ার বাজারেও হল লক্ষ্মীলাভ

1/8হোলসিম গ্রুপের ভারতীয় ব্যবসার অধিগ্রহণের বিড জিতে গিয়েছে আদানি গ্রুপ (Adani Group)। তার ফলে অম্বুজা সিমেন্টস এবং এসসি সিমেন্টসের ব্যবসা চলে এসেছে গৌতম আদানির হাতে। তার ফলে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক হয়ে গেল আদানি গ্রুপ। সেই অধিগ্রহণের পরে শেয়ার বাজারে আদানি গ্রুপের শেয়ারের উত্থান হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

আদানি এন্টারপ্রাইজ স্টক (Adani Enterprises Stock): বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সোমবার আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ৩.১৬ শতাংশ বা ৬৪.৯৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,১২০ টাকা। চলতি বছরে ২৫ শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে আদানি এন্টারপ্রাইজ। গত এক বছরে যা ৭৫ শতাংশের বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/8আদানি এন্টারপ্রাইজ স্টক (Adani Enterprises Stock): বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সোমবার আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ৩.১৬ শতাংশ বা ৬৪.৯৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,১২০ টাকা। চলতি বছরে ২৫ শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে আদানি এন্টারপ্রাইজ। গত এক বছরে যা ৭৫ শতাংশের বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
আদানি ট্রান্সমিশন (Adani Transmission Stock): বাজার বন্ধের সময় বিএসইতে প্রতিটি শেয়ারের দাম দাড়িয়েছে ২,২৪৯.৫ টাকা। উত্থান হয়েছে ১.৫১ শতাংশ। একটা সময় তো দাম ২,২৭২ টাকায় উঠে গিয়েছিল। আবার নেমে গিয়েছিল ২,১২১.৬৫ টাকায়। শেষপর্যন্ত ‘সবুজেই’ শেষ হয়েছে দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/8আদানি ট্রান্সমিশন (Adani Transmission Stock): বাজার বন্ধের সময় বিএসইতে প্রতিটি শেয়ারের দাম দাড়িয়েছে ২,২৪৯.৫ টাকা। উত্থান হয়েছে ১.৫১ শতাংশ। একটা সময় তো দাম ২,২৭২ টাকায় উঠে গিয়েছিল। আবার নেমে গিয়েছিল ২,১২১.৬৫ টাকায়। শেষপর্যন্ত ‘সবুজেই’ শেষ হয়েছে দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আদানি উইলমার (Adani Wilmar Share): বিএসইতে উত্থান হয়েছে আদানি উইলমারের শেয়ারেরও। দিনের শেষে আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ১.০৮ শতাংশ বেড়ে ৫৭৭.৪ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/8আদানি উইলমার (Adani Wilmar Share): বিএসইতে উত্থান হয়েছে আদানি উইলমারের শেয়ারেরও। দিনের শেষে আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ১.০৮ শতাংশ বেড়ে ৫৭৭.৪ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আদানি পোর্ট (Adani Ports Stock): টানা আটদিন পতনের আজ উত্থানের মুখ দেখলে আদানি পোর্ট। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম ০.৮৭ শতাংশ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২.২৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/8আদানি পোর্ট (Adani Ports Stock): টানা আটদিন পতনের আজ উত্থানের মুখ দেখলে আদানি পোর্ট। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম ০.৮৭ শতাংশ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২.২৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আদানি গ্রিন এনার্জি লিমিটেড (Adani Green Energy Stock): আজও শেয়ার বাজারে উত্থান হয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম ৫.১ শতাংশ বেড়ে দাাঁড়িয়েছে ২,২৮২.৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
6/8আদানি গ্রিন এনার্জি লিমিটেড (Adani Green Energy Stock): আজও শেয়ার বাজারে উত্থান হয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম ৫.১ শতাংশ বেড়ে দাাঁড়িয়েছে ২,২৮২.৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আদানি টোটাল গ্যাস (Adani Total Stock): আদানি টোটাল গ্যাসের প্রতিটি শেয়ারের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ২,৩৮৪.৫ টাকায় ঠেকেছে। তবে ইন্ট্রা ডে ট্রেডিংয়ে পড়েছিল আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/8আদানি টোটাল গ্যাস (Adani Total Stock): আদানি টোটাল গ্যাসের প্রতিটি শেয়ারের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ২,৩৮৪.৫ টাকায় ঠেকেছে। তবে ইন্ট্রা ডে ট্রেডিংয়ে পড়েছিল আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আদানি পাওয়ার (Adani Power Stock): দু'দিন পতনের সাক্ষী ছিল। অবশেষে উত্থান হল আদানি পাওয়ারের। সোমবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েচে ২৬৭.৩৫ টাকা (৪.৯৯ শতাংশ উত্থান)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
8/8আদানি পাওয়ার (Adani Power Stock): দু’দিন পতনের সাক্ষী ছিল। অবশেষে উত্থান হল আদানি পাওয়ারের। সোমবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েচে ২৬৭.৩৫ টাকা (৪.৯৯ শতাংশ উত্থান)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.