7th Pay Commission: ১৮ মাসের ‘এরিয়ার’ কি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? মে’র মধ্যে আবারও DA বাড়বে?

1/8মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ১৮ মাসের ‘এরিয়ার’ কি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা? তা নিয়ে একটি মহল থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

2/8যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সূত্র উদ্ধৃত করে গত এপ্রিলেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ জানিয়েছিল, করোনাভাইরাসের জেরে তিন কিস্তির যে ডিএ স্থগিত করা হয়েছিল, তার ‘এরিয়ার’ মিলবে না। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় বকেয়া ডিএ পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

3/8এমনিতে করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এপ্রিলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে দেওয়া হয়েছিল। ২০২০ সালের ১ জানুয়ারি ও ১ জুলাই এবং গত বছরের ১ জানুয়ারিতে ডিএ বাড়ানো হয়নি। 

4/8গত বছর অগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যসভায় লিখিত জবাবে জানিয়েছিলেন, ডিএ এবং ডিআর স্থগিত রাখার ফলে প্রায় ৩৪,৪০২ কোটি টাকা বেঁচে গিয়েছে।

5/8সেই জবাবের আগেই অবশ্য গত বছরের জুলাইয়ে একলপ্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছিল।

6/8ওড়িশা সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালোওয়েন্স দৈনিক ১১ টাকা বাড়ানো হচ্ছে। সকল শ্রেণির কর্মচারীরা সেই অর্থ পাবেন। যে নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

7/8পরবর্তীতে আরও দু’দফায় বৃদ্ধির ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩৪ শতাংশ হারে যথাক্রমে ডিএ এবং ডিআর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা।

8/8তারইমধ্যে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষের মধ্যে জুলাইয়ের ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। যদিও সেই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.