7th Pay Commission DA: কেন্দ্রের হারে DA পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা? উত্তর মিলতে পারে আজ

1/8কেন্দ্রের হারে কি মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? বকেয়া ডিএ কি পাবেন? আজ মিলতে পারে সেই উত্তর। আজ সকালে ডিএ মামলার রায় দিতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ডিএ মামলার রায়দান করবে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ডিএ মামলার রায়দান করবে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএয়ের ফারাক নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ২০১৮ সালের অগস্টে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের নায্য অধিকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/8কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএয়ের ফারাক নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ২০১৮ সালের অগস্টে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের নায্য অধিকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/8রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
সেই মামলার শুনানিতে গত মাসের শেষের দিকে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, প্রত্যেক রাজ্যে খরচ আলাদা হয়। তাই সরকারি কর্মচারীদের ভিন্ন ডিএ প্রদানের অধিকার আছে রাজ্যের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/8সেই মামলার শুনানিতে গত মাসের শেষের দিকে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, প্রত্যেক রাজ্যে খরচ আলাদা হয়। তাই সরকারি কর্মচারীদের ভিন্ন ডিএ প্রদানের অধিকার আছে রাজ্যের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
যদিও রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাররঞ্জন ভট্টাচার্য পালটা সওয়াল করেছিলেন, রাজ্যের ভিত্তিতে আইএএস এবং আইপিএস অফিসারদের বেতন পালটায় না যখন, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে নবান্নের যুক্তি খাটে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/8যদিও রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাররঞ্জন ভট্টাচার্য পালটা সওয়াল করেছিলেন, রাজ্যের ভিত্তিতে আইএএস এবং আইপিএস অফিসারদের বেতন পালটায় না যখন, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কীভাবে নবান্নের যুক্তি খাটে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
সেই পরিপ্রেক্ষিতে আরও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের নায্য অধিকার। তবে সেইসময় রায়দান স্থগিত ছিল। আজ সেই মামলায় রায়দান হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
7/8সেই পরিপ্রেক্ষিতে আরও কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বা মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের নায্য অধিকার। তবে সেইসময় রায়দান স্থগিত ছিল। আজ সেই মামলায় রায়দান হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
উল্লেখ্য, আপাতত সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) পান। অথচ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনই কার্যকর হয়নি। তা নিয়ে বিধানসভা ভোটের আগে তরজায় জড়িয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বর্তমানের প্রধান বিরোধী দল বিজেপি। (ছবিটি প্রতীকী)
8/8উল্লেখ্য, আপাতত সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ (ডিয়ারনেস অ্যালোওয়েন্স) পান। অথচ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনই কার্যকর হয়নি। তা নিয়ে বিধানসভা ভোটের আগে তরজায় জড়িয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বর্তমানের প্রধান বিরোধী দল বিজেপি। (ছবিটি প্রতীকী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.