কয়েকদিন আগেই কেন্দ্রীয় কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ৩ শতাংশ বাড়ানো হয় মহার্ঘ ভাতা। আর মনিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, এবার অন্যান্য ভাতাও বাড়াতে পারে কেন্দ্র। ফাইল ছবি : পিটিআই
সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর (DR) বাড়ানো হয়েছে তিন শতাংশ। যা ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আর এবার শীঘ্রই হাউজ রেন্ট অ্যালাওয়েন্স বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। (ছবিটি প্রতীকী)
গতবছর জুলাইতে মহার্ঘ ভাতার পাশাপাশি বেড়েছিল এইচআরএ। বর্তমানে ২৭, ১৮, ৯ শতাংশ হারে এইচআরএ পান সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)
নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্সে (HRA) সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। (ছবিটি প্রতীকী)
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। সর্বাধিক HRA হার ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে। যাদের ভাতা ১৮ শতাংশ তারা ২০ শতাংশ হারে এইচআরএ পাবেন। এবং যাদের এইচআরএ ৯ শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ করে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)