১৫৪০টি কো-অপারেটিভ ব্যাঙ্ককে আরবিআইয়ের অধীনে আনার ঘোষণা জাভরেকরের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নিয়ন্ত্রণাধীনে এল দেশের কমপক্ষে ১৫৪০টি কো-অপারেটিভ বা সমবায় ব্যাঙ্ক। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar) বলেন, “বর্তমানে বাণিজ্যিক, রাষ্ট্রায়ত্ত ও শিডিউল ব্যাঙ্কগুলি আরবিআইয়ের নিয়ন্ত্রণে রয়েছে। এখন থেকে সংশোধিত ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ২০১৯ অনুযায়ী বাণিজ্যিক ব্যাঙ্কগুলির নিয়মও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিতে প্রয়োজ্য হবে।”

দীর্ঘদিন ধরেই দাবিটা উঠছিল। পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ (পিএমসি) ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের পর তা আরও জোরালো হয়। অবশেষে তা কার্যকর করল কেন্দ্রীয় সরকার। এর ফলে অবশ্য কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির প্রশাসনিক ব্যবস্থায় কোনও পরিবর্তন হবে না। তা আগের মতোই কো-অপারেটিভ রেজিস্টার মোতাবেক চলবে। শুধুমাত্র ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে আরবিআইয়ের (RBI) নিয়ম কার্যকর হবে। এ প্রসঙ্গে প্রকাশ জাভড়েকর বলেছেন, “দেশের ১৫৪০টি কোঅপারেটিভ ব্যাঙ্কে ৮.৬ কোটি মানুষ অর্থ রেখেছেন। ব্যাঙ্কগুলির কাছে পাঁচ লাখ কোটি টাকা জমা রয়েছে।” এক সপ্তাহের মধ্যে আমানতকারীদের সেই অর্থ সুরক্ষিত হবে বলেও দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.