জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বড়ো সাফল্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে ভারতীয় সেনা এবং সিআরপিএফের যৌথ অভিযানে নিহত হয়েছে কুখ্যাত আলকায়দা জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা জাকির মুসা। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পারে, ত্রালের দাদাসরা গ্রামে জাকির মুসা সহ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী ও সিআরপিএফ। নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গি দল। যৌথবাহিনীর পালটা গুলিতে নিহত হয় দুই জঙ্গি। তাদের পরিচয় জানা যায়নি। তবে, জাকির মুসার পরিবারের তরফে জানানো হয়েছে যে জাকির ঘটনাস্থলে উপস্থিত ছিল।
ঘটনার জেরে শুক্রবার কাশ্মীরের বিভিন্ন স্থানে কার্ফিউ জারি করা হয়। পাশাপাশি, এলাকায় বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্টারনেট পরিসেবা।