গত তিন বছরে ১২২টি অভিযোগের ভিত্তিতে ৬০০০ জন অপরাধী এনকাউন্টার হয়েছে উত্তরপ্রদেশে। তথ্য দিয়ে জানালেন উত্তরপ্রদেশের এডিজি (আইন ও শৃঙ্খলা) প্রশান্ত কুমার। আগের সরকারের তুলনায় যোগী আদিত্যনাথের শাসনকালে পুলিশ অনকেটাই সক্রিয় হয়েছে উত্তরপ্রদেশে।
সংবাদ সংস্থাকে প্রশান্ত কুমার বলেন, “২০ মার্চ ২০১৭ সাল থেকে ১০ জুলাই ২০২০ পর্যন্ত, এই তিন বছরে ১২২টি অভিযোগের ভিত্তিতে এনকাউন্টার করা হয়েছে ৬ হাজার অপরাধীকে। পুলিশি অভিযানে গুরুজন আহত হয়েছেন ২২৯৬ জন অপরাধী। গ্রেফতার করা হয়েছে ১৩,৩৬১ জনকে।” তবে অপরাধীদের ধরতে গিয়ে মৃত্যু হয়েছে ১৩ জন পুলিশ কর্মীর। আহত হয়েছেন ৯০৯ জন পুলিশ কর্মী।
যোগী রাজ্যে অপরাধের সংখ্যাও বিগত বছরের তুলনায় হ্রাস হয়েছে। এ প্রসঙ্গে প্রশান্ত কুমার জানান, সামগ্রিকভাবে গত বছরের তুলনায় এ বছর রাজ্যে অপরাধের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট অপরাধের সংখ্যা ৫৭৯টি। যা ২০১৯ সালের থেকে ৪৪.১৭ শতাংশ কম।
প্রসঙ্গত, ২ জুলাই চৌবেপুরের বিকরু গ্রামে গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে গিয়ে ৮ জন পুলিশ কর্মী দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। শুক্রবার বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করে উত্তরপ্রদেশের এসটিএফ বাহিনী।