কাশ্মীরে পাকিস্তানি সেনা-সমর্থিত সন্ত্রাসবাদীদের অস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। শনিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে পাক সেনা-সমর্থিত সন্ত্রাসবাদীদের অস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দেয়। উদ্ধার করা হয়েছে চারটি একে-৭৪ রাইফেল, আটটি ম্যাগাজিন, একে-রাইফেলের প্রচুর গুলি।
সেনাবাহিনী জানিয়েছে, কিশেন গঙ্গা নদীর তিরে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর। তৎক্ষণাৎ সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী অভিযানে নামে। দুই-তিনজন জঙ্গি নদীর তির থেকে কিছুটা দূরে দড়ির সাহায্যে কিছু পাঠানোর চেষ্টা করছিল। সুরক্ষা বাহিনী পৌঁছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
2020-10-10