জম্মু-কাশ্মীরের ডোডাকে জঙ্গি-মুক্ত জেলা হিসেবে ঘোষণা করল প্রশাসন। আজ ভোরে তিন জঙ্গিকে হত্যা করার পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই জেলায় বর্তমানে কোনও জঙ্গি সংগঠন নেই। এমনকি লুকিয়েও নেই কোনও জঙ্গি। জেলার সব জঙ্গিকেই নিহত করা হয়েছে। ফলে ডোডা এখন থেকে জঙ্গি-মুক্ত জেলা।
আজ সোমবার ভোরে হিজবুল কমান্ডারের প্রধান মাসুদ ওরফে রাহী সহ দুই জঙ্গিকে হত্যা করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিদের আস্তানার খবর পেয়ে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। এই অভিযানেই নিহত হন হিজবুল কমান্ডারের সদস্যরা। এ প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহ বলেন, “পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় আজ অনন্তনাগের খুল চহার এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে হিজবুলের একজন জেলা নেতা ও মাসুদ নামে একজন কমান্ডার নিহত হয়েছেন। ফলে এখন ডোডা জেলায় কোনও জঙ্গি ঘাঁটি নেই। এটি জঙ্গি-মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হল।”
নিহত জঙ্গি কমান্ডার মাসুদ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন। ২০১৮ সালে তিনি জঙ্গি সংগঠনে যোগ দেন। ডোডায় তার বিরুদ্ধে কয়েক মাস আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে, তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বর্তমানে তিনি লুকিয়ে কাশ্মীরে হিজবুল মুজাহিদীন জঙ্গির গোষ্ঠীর হয়ে কাজ করতেন। তার নিজের দাদা ফারুক আহমেদ ১৯৯৯ সাল থেকে পাকিস্তানে জঙ্গিদের হয়ে কাজ করছেন।
কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন, “চলতি জুন মাসে সবচেয়ে বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। এই এক মাসে প্রায় ৪৬ জন জঙ্গি নিহত হয়েছেন। আর গত এক বছরে ১১৬ জন জঙ্গি মারা গিয়েছেন।”