অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে জঙ্গিরা: সেনা অফিসার

 জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর কাছে খবর রয়েছে। অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে জঙ্গিরা, শুক্রবার একথা জানালেন এক সেনা অফিসার। তবে একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, এই তীর্থযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা রয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাই অমরনাথ যাত্রা শুরু হবে। এর ঠিক চারদিন আগেই জইশ-ই-মহম্মদের এক কমান্ডার সহ মোট ৩ জনকে নিকেশ করেছে সেনা।

দুটি সেক্টরের কমান্ডার ব্রিগেডিয়ার বিবেক সিং ঠাকুর একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, জঙ্গিরা এই যাত্রায় হামলার যথাসাধ্য চেষ্টা করবে বলে খবর রয়েছে। তবে এই যাত্রা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে চলতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা পেয়েছে সেনা।

তিনি জানিয়েছেন, কোনও বাধা ছাড়াই অমরনাথ যাত্রা পরিচালিত করতে সেনা প্রতিশ্রুতিবদ্ধ এবং সুরক্ষা পরিস্থিতি নিয়ন্ত্রণে অব্যাহত কাজ করবে। তাঁর বক্তব্য, যে ৪৪ টি হাইওয়ে যাত্রীরা ব্যবহার করবে, সেগুলি যথেষ্ট স্পর্শকাতর।

উল্লেখ্য, শুক্রবারই কাশ্মীরে ফের সাফল্যের মুখ দেখে ভারতীয় সেনা। শুক্রবার সকালে বাহিনীর হাতে নিকেশ হয় জঙ্গি কমান্ডার সহ ৩ জইশ জঙ্গি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।

অন্যদিকে একটি সূত্র মারফত ভারতীয় সেনা খবর পেয়েছে, আবারও ভারতে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখার ওপারে ইতিমধ্যেই লঞ্চপ্যাডে ৩০০-৪০০ জঙ্গি জড়ো হয়েছে। যে কোনওভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.