গোটা দেশ যখন দশেরাতে মেতে উঠেছে ঠিক সেই সময়েও জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সেনা-জঙ্গি সংঘর্ষে (Army – Terrorist Encounter) জারি রইল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই সংঘর্ষে মৃত্যু হয়েছে একজন জঙ্গির যদিও তার নাম পরিচয় এখনো জানা যায়নি । নিহত ওই জঙ্গী কোন সংগঠনের সদস্য তাও জানার চেষ্টা চলছে। গতকাল এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়। সংঘর্ষ চলাকালীন সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন এক জঙ্গি। ইতিমধ্যে তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনাবাহিনীর আধিকারিকেরা।
প্রসঙ্গত সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল যে অবন্তীপোরা জেলার নুরপোড়ায় গাধা ঢাকা দিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। আর তাদেরকে খুঁজতেই জম্বু কাশ্মীর পুলিশের সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। তল্লাশি চালানোর সময় তাদের উপস্থিতি টের পেতেই গোপন ডেরা থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। যদিও পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। একজন জঙ্গির মৃত্যু এবং আত্মসমর্পণের মধ্য দিয়ে দুপক্ষের এই গুলির লড়াই শেষ হয়।
সূত্রের খবর আত্মসমর্পণকারী এই জঙ্গী গুলশানপোরার বাসিন্দা। গত ২৫ অক্টোবর এই যুবক নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার। এই দুই যুবক কোন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল এবং মৃত জঙ্গির নামই বা কি তা জানার চেষ্টা করছেন সেনারা। যদিও তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে ৪৭ রাইফেল ও অত্যাধুনিক অস্ত্র পাওয়া গিয়েছে।