দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর সীমান্তে উত্তাপ বাড়ছে। নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় যে কোনও মুহূর্তে অবস্থার অবনতি হতে পারে। তবে তার জবাব দিতে তৈরি ভারতীয় সেনা। এদিন এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাউত। তিনি জানিয়েছেন, “এলওসি-র পরিস্থিতির অবনতি হতে পারে যে কোনও সময়ে। আর তার জবাব দিতে আমরা তৈরি আছি।”
গত ক’দিন ধরেই ভারত-পাক সীমান্তের কাছে কাশ্মীরের রাজৌরি সেক্টরে গুলি বিনিময় চলেছ। জানা গিয়েছে, সোমবার গুরেজ সেক্টরে হামলা চালায় পাকিস্তান। পাক হামলার জবাবে মঙ্গলবার পাল্টা আঘাত হানে ভারত। মঙ্গলবার কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারতীয় সেনা আউটপোস্টগুলোতে হামলা চালায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। এদিন সুন্দরবনি সেক্টরে নাথুয়া কাটিব্বা পোস্টেও হামলা চালায় পাক বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এরই মধ্যে ভারতের সেনাপ্রধানের বক্তব্য বুঝিয়ে দিল পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক।
গত অগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে দেওয়ার পর থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে। সেই থেকে সীমান্তরেখা বরাবর গোলাগুলি বর্ষণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি সংসদে জানিয়েছিলেন, অগস্ট থেকে অক্টোবরের মধ্যে‘‘সীমান্তরেখায় ৯৫০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।”