স্বাস্থ্য পরীক্ষার কারণে একাধিক সেতু বন্ধ থাকতে পারে আগস্টে। এতদিন জানা ছিল শুধু শিয়ালদহ ফ্লাইওভারই বন্ধ থাকবে। এখন জানা যাচ্ছে, আগামী মাসে বন্ধ থাকতে পারে শহরের আরও ২ গুরুত্বপূর্ণ সেতু। জানা গিয়েছে, কেএমডিএ ইতিমধ্যে বিজন (গড়িয়া-বালিগঞ্জ) ও অরবিন্দ (খান্না) সেতুর ক্ষেত্রেও স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে। সূত্রের খবর, অগাস্টে ৭২ ঘণ্টা বন্ধ রেখে চলবে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ।
উল্লেখ্য, উত্তর ও দক্ষিণের এই দুই ব্যস্ত সেতু দিয়ে প্রচুর যান চলাচল করে। আশঙ্কা করা হচ্ছে, টানা ৩দিন যদি দুই সেতু বন্ধ থাকে সেক্ষেত্রে ব্যাপক যানজটের মুখে পড়তে পারে শহর। যদিও ভোগান্তি এড়াতে বিকল্প রাস্তার ব্যবস্থা করবে পুলিশ আগেভাগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে পরিবর্তিত রাস্তার তথ্য।
প্রসঙ্গত, ভবিষ্যতের বিপদ এড়াতে পুজোর আগেই সেতুর প্রয়োজনীয় পরীক্ষাগুলি সেরে ফেলতে উদ্যোগী হয়েছে কেএমডিএ।