বদগাম-এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

দীর্ঘ ১২ ঘন্টার বেশি সময়ের অভিযানে সাফল্য পেল সুরক্ষা বাহিনী। সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। বদগাম জেলার চারের-ই-শরীফ এলাকার ঘটনা। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় চারের-ই-শরীফ এলাকায় লুকিয়ে রয়েছে দুই-তিনজন জঙ্গি। জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর সোমবার থেকেই ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযান চলাকালীন সোমবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছিলেলন একজন সেনা জওয়ান।
সারারাত ধরে চলতে থাকে যৌথ বাহিনীর অভিযান। রাতভর গুলির লড়াইয়ের পর মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বদগাম জেলার চারের-ই-শরীফ এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন জঙ্গি। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। মনে করা হচ্ছে, এখনও দু’জন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.