কেরল ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আল-কায়দার জঙ্গিরা। মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়েদার (Al-Qaida) ছ’জন সদস্যকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। একই সঙ্গে কেরল থেকেও গ্রেফতার করা হয়েছে সংগঠনের আরও তিনজনকে। শনিবারের ভোর বেলার অভিযানের পর এনআইএ গোয়েন্দাদের দাবি, এই আল-কায়েদা মডিউলটি রাজধানীতে বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল। মোট ৯ জনের এই মডিউলটি। সূত্রে খবর, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা এলাকায় হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে নাজমুস সাকিব, আবু সুফিয়ান মইনুল মন্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান নামে পাঁচজনকে। এনআইএ-র দাবি, এরা প্রত্যেকেই আল-কায়েদার ভারতীয় শাখার সক্রিয় সদস্য। এদিনই এনআইএ অভিযান চালিয়ে কেরলের এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে, মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস, মোশারফ হোসেনকে। ভারতীয় গোয়েন্দাদের এই দ্বৈত অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে।
তাঁদের আরও দাবি, কেরল থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা। আল-কায়দার এই গোপন নেটওয়ার্কটি চলছিল মুর্শিদাবাদ থেকেই। ধৃত জঙ্গিদের কাছ থেকে জিহাদি বইপত্র থেকে শুরু করে, বিস্ফোরক, ধারাল অস্ত্র, আইইডি, বডি আরমার অর্থাৎ ঢালের মতো জিনিসপত্র উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংগঠন দাবি করেছে, আল-কায়েদার এই ভারতীয় শাখা ‘কায়দাতুল জিহাদ’ বা আল কায়েদা ইন সাব কন্টিনেন্ট দীর্ঘদিন ধরেই পাকিস্তানে (Pakistan) বসে সংগঠনের বিস্তার ঘটাচ্ছে। পাকিস্তান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। কেরল ও পশ্চিমবঙ্গে এই মডিউলটির পরিকল্পনা ছিল দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানো, নিরীহ মানুষদের হত্যা করা। শেষমেষ সেই এক বানচাল করে দেওয়ায় স্বস্তি পেয়েছে দিল্লি।