ব্যাপক হারে করোনা ভাইরাসের (Corona virus) ছড়িয়ে পড়ায় উদ্বেগ গোটা দেশে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে একাধ্ক পদক্ষেপ। কিন্তু তা একপ্রকার অমান্য করে, সমস্ত নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে সমাজের একটা অংশ। লকডাউনকে যথায়থ গুরুত্ব দিচ্ছেন না বলেই জানা যাচ্ছে। আর এবার তাই আরও কড়া পদক্ষেপ নরেন্দ্র মোদির (Narendra Modi)। লকডাউন না মানলে এবার অভিযুক্তকে জেলে ভরতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
লকডাউন না মানলে রাজ্যগুলোকে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একটি টুইট করে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, লকডাউন নিয়ে প্রশাসনের যাবতীয় নির্দেশিকা যে মানা হচ্ছে, তা নিশ্চিত করতে হবে সব রাজ্য সরকারকে। প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও লেখেন, এখনও অনেকেই লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। দয়া করে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন। প্রশাসনের যাবতীয় নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলুন।