দেশীয় পদ্ধতিতে তৈরি ‘ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাস এ সিস্টেম’ (এফ-ইনসাস) সেনার হাতে তুলে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে একগুচ্ছ সামরিক সরঞ্জাম সেনার হাতে দেওয়া হল।
কী এই এফ-ইনসাস? হাতের রাইফেল থেকে শুরু করে মাথার হেলমেট, অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এফ-ইনসাস। একে ২০৩ অ্যাসল্ট রাইফেল, একটি ব্যালিস্টিক হেলমেট, একটি ব্যালিস্টিক গগলস, বুলেটপ্রুফ ভেস্ট, কনুই রক্ষার জন্য বিশেষ প্যাড। হেলমেট ও ভেস্ট ৯ এমএম বন্দুকের গুলি এবং একে ৪৭-এর গুলি থেকে সেনাকে রক্ষা করতে সক্ষম।
এছাড়াও অত্যাধুনিক যোগাযোগ পদ্ধতির ব্যবস্থা থাকছে এফ-ইনসাসে। যুদ্ধক্ষেত্রে কমান্ড পোস্টের সঙ্গে যোগাযোগ রাখতে থাকবে একটি হ্যান্ডস-ফ্রি। পদাতিক সৈন্যদের হেলমেটে লাগানো থাকবে নাইট ভিশন ক্যামেরা। সব মিলিয়ে বদলে যাবে সেনা অস্ত্র ও নিরাপত্তা বর্ম!
এফ-ইনসাসের পাশাপাশি সেনার হাতে মাইন-বিরোধী ‘নিপুন’, ড্রোন, অটোমেটিক কমিউনিকেশন সিস্টেম অত্যাধুনিক থার্মাল ইমেজার, বিশেষ ক্ষমতাসম্পন্ন গাড়ি, নজরদারির বোট-সহ একগুচ্ছ সামরিক সরঞ্জাম তুলে দেন রাজনাথ। যা চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের মধ্যে সামগ্রিকভাবে পূর্ব লাদাখ সেক্টরে ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করে তুলবে।
সামরিক সরঞ্জামগুলি দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে ভারতীয় সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালেই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সমরাস্ত্রের আধুনিকীকরণ এবং সেনার নিরাপত্তা বাড়ানো নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল। এই সূত্রে আমেরিকা, ফ্রান্স, জার্মানি ও ইজরায়েলে আধুনিক পদ্ধতিকে ক্ষতিয়ে দেখেন বিজ্ঞানীরা। এরপরেই চূড়ান্ত হয় সেনার ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম।