আগামী ২৮ নভেম্বর কাশ্মীর উপত্যকায় জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনকে লন্ডভন্ড করার উদ্দেশেই কাশ্মীরে আসছিল ৪ জন জৈইশ-ই-মহম্মদ জঙ্গি। কিন্তু, কাশ্মীরে আসার আগেই, বৃহস্পতিবার সকালে জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায় বান টোল প্লাজায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ওই ৪ জন জঙ্গি। এদিন শ্রীনগরের নিশাত এলাকায় কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, ‘জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে ব্যাঘাত ঘটাতেই আসছিল ওই ৪ জন জঙ্গি।’ আইজিপি আশ্বস্ত করেছেন, ”জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের সমস্ত প্রার্থীকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। শুক্রবার থেকেই তাঁরা প্রচারে বেরোতে পারবেন। ভয়ের ব্যাপার নেই।’
বুধবারই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপোরা এলাকায় গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড ফেটে আহত হয়েছেন ১২ জন সাধারণ নাগরিক। ওই হামলা প্রসঙ্গে আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ‘হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই গ্রেফতার করা হবে।’
2020-11-19