করোনা (Corona) ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় দিল্লীর (Delhi) শাহীনবাগে চলা CAA-বিরোধী অবস্থান বিক্ষোভ বন্ধ করলো দিল্লী (Delhi) পুলিস। গতকাল সকালে দিল্লী (Delhi) পুলিসের বিশাল বাহিনী শাহীনবাগ (Shaheenbagh) খালি করে দেয়। পুলিসের কাজে বাধা দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই সূত্রের খবর।
মারণ ভাইরাস করোনা (Corona) ছড়িয়ে পড়া রুখতে সারা দেশে লক ডাউন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে শাহীনবাগে বিক্ষোভ চলছিল। ২৪শে মার্চ, মঙ্গলবার সকালে দিল্লী (Delhi) পুলিসের একটি দল DCP-এর নেতৃত্বে শাহীনবাগে যায়। তাঁরা প্রথমে বিক্ষোভকারীদের অবস্থান তুলে নিতে অনুরোধ করে। কিন্তু বিক্ষোভকারীরা না মানায় কড়া পদক্ষেপ নেয় দিল্লী পুলিস। নিয়ে আসা হয় বুলডোজার। ভেঙে দেওয়া হয় অস্থায়ী কাঠামো, মঞ্চ এবং বাঁশের ব্যারিকেড। এছাড়া, খাটানো তাঁবু ভেঙে ফেলা হয়। পুলিসের কাজে বাধা দেওয়ায় কয়েকজন বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করে দিল্লী পুলিস। যদিও কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার ভয়ে শাহীনবাগে তেমন ভিড় হচ্ছিল না। এমনকি আন্দোলনকারীরা এও প্রচার করে আসছিলেন যে করোনা ভাইরাসের ভয় দেখিয়ে তাদের শাহীনবাগ থেকে তুলে দেওয়া হতে পারে। তবুও বিক্ষোভ তুলতে অনড় ছিলেন তাঁরা। শেষমেশ দিল্লী পুলিসের পদক্ষেপের ফলে খালি হলো দেশবিরোধীদের আঁতুরঘর শাহীনবাগ।