কাশ্মীরে সাতসকালে শুরু হওয়া এনকাউন্টারে নিকেশ হল এক জঙ্গি। শনিবার শ্রীনগরের কাছে রণবীরগড়ে শুরু হয় এই এনকাউন্টার।
এনকাউন্টার চলার মধ্যেই সেনা সূত্রে খবর আসে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। এখনও অপারেশন চলছে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহেও কাশ্মীরে বাহিনীর হাতে নিকেশ তিন জঙ্গি। সোপিয়ানের আমসিপোরাতে এই অভিযান চালায় ভারতীয় বাহিনী। জঙ্গিদের সন্ধান পেতেই শুরু হয় এনকাউন্টার। তাতে নিকেশ হয় ৩ জঙ্গি।
তার আগে শুক্রবারও সকালে বাহিনীর হাতে নিকেশ হয় জঙ্গি কমান্ডার সহ ৩ জইশ জঙ্গি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।
এর আগে চলতি মাসের শুরুর দিকে নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। শনিবার সকালে বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেইসময় এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। তখনই সন্দেহ হওয়ায় সেনা তল্লাশি শুরু করে। আচমকাই শুরু হয় গুলির লড়াই। প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও।
অন্যদিকে একটি সূত্র মারফত ভারতীয় সেনা খবর পেয়েছে, আবারও ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখার ওপারে ইতিমধ্যেই লঞ্চপ্যাডে ৩০০-৪০০ জঙ্গি জড়ো হয়েছে। যে কোনওভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।