সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গতকাল পূর্ব লাদাখের দৌলত বেগ ওল্ডি-তিয়েন ওয়েন দিয়েন স্থানে ভারত ও চীনের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর জেনারেল অরবিন্দ কাপুর আর চীনা দলের নেতৃত্বে ছিলেন বরিষ্ঠ কর্নেল গান ওয়েই হান।
2019-05-22