চলতি বছরে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে ৭ মে পর্যন্ত জম্মু-কাশ্মীরে মোট ২৭টি অভিযান চালিয়েছে সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনীর ২৭টি অভিযানে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) খতম হয়েছে ৬৪ জন জঙ্গি। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কাশ্মীর রেঞ্জ পুলিশ আইজি বিজয় কুমার।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কাশ্মীর রেঞ্জ পুলিশ আইজি বিজয় কুমার জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ২৭টি অভিযান চালিয়েছে সুরক্ষা বাহিনী। ২৭টি অভিযানে খতম হয়েছে ৬৪ জন জঙ্গি। গ্রেফতার করা হয়েছে ২৫ জন সক্রিয় সন্ত্রাসবাদীকে। এর আগে বুধবারই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছিল কুখ্যাত জঙ্গি, হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু, সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে রিয়াজের ঘনিষ্ঠ সহযোগীও। এ প্রসঙ্গে আইজি বিজয় কুমার জানিয়েছেন, বিগত ৬ মাস ধরে রিয়াজ নাইকুর খোঁজ চলছিল।