অপেক্ষা করতে হবে না এক বছরও, ২০২২ সালে তাড়াতাড়ি হবে দুর্গাপুজো! জানুন নির্ঘণ্ট

1/6দেখতে দেখতে এবছরের দুর্গাপুজো শেষ। আজ বিজয়া দশমী। মন খারাপ। তবে আসছে বছর আবার হবে। আগামী বছর, ২০২২ সালে পুজো কবে থেকে শুরু? ছবি : ফেসবুক (Facebook)

আগামী বছর ২০২১-এর তুলনায় কিছুটা এগিয়ে এসেছে পুজোর রুটিন। কবে থেকে শুরু হচ্ছে? রইল তারিখ। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
2/6আগামী বছর ২০২১-এর তুলনায় কিছুটা এগিয়ে এসেছে পুজোর রুটিন। কবে থেকে শুরু হচ্ছে? রইল তারিখ। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
২০২২ সালে ১ অক্টোবর ষষ্ঠী। শনিবার পড়েছে। তার পরের দিন ২ অক্টোবর রবিবার। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে হাপিত্যেশ করেন, তাঁদের বেশ মজা। তবে ওই একইদিন গান্ধী জয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হচ্ছে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
3/6২০২২ সালে ১ অক্টোবর ষষ্ঠী। শনিবার পড়েছে। তার পরের দিন ২ অক্টোবর রবিবার। অর্থাত্ যাঁরা ষষ্ঠী-সপ্তমীতে অফিস ছুটি নেই বলে হাপিত্যেশ করেন, তাঁদের বেশ মজা। তবে ওই একইদিন গান্ধী জয়ন্তী থাকায় সেই ছুটিটা নষ্ট হচ্ছে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
এরপর সোম থেকে বুধবার অষ্টমী, নবমী এবং দশমী। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (HT Bangla/Soumick Majumdar)
4/6এরপর সোম থেকে বুধবার অষ্টমী, নবমী এবং দশমী। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা  (HT Bangla/Soumick Majumdar)
লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। ছবি : ফেসবুক (Facebook)
5/6লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর, রবিবার। বেসরকারি চাকুরিজীবীরা সাধারণত লক্ষ্মীপুজোয় ছুটি পান না। তাঁদের জন্য তাই আগামী বছর সুখবর। ছবি : ফেসবুক (Facebook)
কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর। সোমবার। ছবি : ফেসবুক (Facebook)
6/6কালীপুজো পড়েছে ২৪ অক্টোবর। সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.