ট্রেনের ভিতর শিব মন্দির, মহাদেবের জন্য বিশেষ বার্থ, চালু হল মহাকাল এক্সপ্রেস!

বারাণসী: জয় বাবা ভোলানাথ ! ট্রেনের হুইসেলের সঙ্গে যদি বেজে ওঠে ভোলানাথের নাম, তাহলে একটুও অবাক হবেন না ৷ কারণ, বারাণসী থেকে ইন্দোরে শুরু হওয়া নতুন কাশী মহাকাল এক্সপ্রেস পুরোটাই ভোলানাথের ভক্তদের জন্য ! অবাক হচ্ছেন? অবাক করার মতোই কাণ্ড ঘটিয়ে ফেলল ভারতীয় রেল ৷

চালু হল বারাণসী-ইন্দোর কাশী মহাকাল এক্সপ্রেস ৷ ১৬ ফেব্রুয়ারি বারাণসী থেকে প্রথমবার যাত্রা শুরু হল এই ট্রেনের ৷ দুই রাজ্যের তিন জ্যোতির্লিঙ্ক দর্শনের জন্যই চালু হল এই বিশেষ ট্রেন ৷ তবে এই ট্রেন একেবারে সাধারণ নয়৷ ট্রেনের ভিতরই থাকছে মহাদেবের মিনি মন্দির !

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাল এক্সপ্রেসের ৬৪ নম্বর কোচের বি ফাইভ বার্থটি বুক করা থাকবে মহাদেবের নামে ৷ সেই বার্থেই রয়েছে মহাদেবের মিনি মন্দির ৷ রবিবার পতাকা উড়িয়ে এই ট্রেনের শুভ যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই ট্রেনে রয়েছে যাত্রীদের জন্য আরও অনেক সুবিধা ৷ প্রতি কেবিনে ৬ টি চার্জিং পয়েন্ট রয়েছে। এমনকী, আইআরসিটিসির তরফ থেকে জানানো হয়েছে যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হবে।

নিউজ ১৮ বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.