সনাতনী সংস্কৃতি-প্রেমী, জাতীয়তাবাদী সকল ভারতবাসীকে অনুরোধ, আপনারা দেশব্রতী নানান সংগঠনের তরফ থেকে তুলসীর চারা ডাবের খোলে তৈরি করে বাড়ি বাড়ি টবে/তুলসীমঞ্চে/মাটিতে লাগানোর কর্মসূচী নিন রাজ্য জুড়ে।
এরজন্য ব্লকে ব্লকে তুলসীগাছ তৈরির জন্য কয়েক কাঠায় বীজ ফেলে (বীজ সংগ্রহ অভিযানও চলুক বাড়ি বাড়ি তুলসীর গাছ থেকে স্থানীয়ভাবে সংগ্রহ করে) এখনই কেয়ারি তৈরি করার উদ্যোগ নিন, যাতে বর্ষার প্রথমে উপযুক্ত দিনে অথবা রথযাত্রার দিনে রাজ্য-ব্যাপী প্রচার করে তা গৃহে গৃহে বিতরণ করা যায়। ডাবের খোলায় গোবর সার/জৈব সার মিশ্রিত মাটি দিয়ে তৈরি এক একটি গাছের শুল্ক ধার্য করুন ২ থেকে ৫ টাকা। তা গৃহে উপযুক্ত স্থানে লাগিয়ে দেবার বন্দোবস্ত করে দিন, যেখানে রোদ আসে, নিয়মিত সামান্য জল দেবার সুবিধা আছে — এমন স্থানে/ছাদে/বারান্দায় /জানালা-বাগানে/তুলসীমঞ্চে।
গৃহে তুলসীগাছের অধিষ্ঠান কেবল হিন্দু ঐতিহ্য নয়, তার নানান ভেষজ ও পরিবেশগত ব্যবহারও সুপ্রাচীন। বাংলায় হিন্দুদের ঘরে ঘরে তুলসীগাছ ফিরে আসুক। সকল সম্প্রদায়ের মানুষই তুলসীগাছকে প্রকৃতির এক অমূল্য দান মনে করে তার লোকায়ত ব্যবহার করুন। পরিবেশকে নির্মল রাখুন।
ড. কল্যাণ চক্রবর্তী।