ইন্দোনেশিয়ার টং জনজাতির বিয়ের প্রথম তিনদিনে শৌচাগার ব্যবহার করা নিষেধ নয়া দম্পতির

সারা পৃথিবীতে বিয়ের প্রথা ভিন্ন ধরনের | তা সে সভ্য জাতিই হোক বা সভ্যতার আলোক থেকে কয়েক যোজন দূরে থাকা অসভ্য কোন জাতিই | এই যেমন ইন্দোনেশিয়ার এই প্রজাতির মানুষের মধ্যে বিয়ের পর প্রথম তিনদিন শৌচাগারে যাওয়া নিষেধ নব দম্পতির |

টং প্রজাতির মানুষের এই প্রথা মেনে আসার কারণের পিছনে রয়েছে ভয় | মনে করা হয় শৌচাগারে বহু নেগেটিভ এনার্জি থাকে | সেই সব অশুভ শক্তি ওই দম্পতির উপর প্রথমেই যাতে প্রভাব না ফেলতে পারে তাই তাদেরকে আটকে রাখা হয় |

বাস্তবে বিয়ের বন্ধনকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এই জনজাতির মধ্যে | তাই প্রথম কয়েকদিন যে কোন রকমের কু-প্রভাব থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করেন অন্যরা | শৌচালয় ব্যবহার করতে না দেওয়ার পাশাপাশি নয়া দম্পতিকে খাবার ও পানীয়ও কম পরিমাণে সরবারাহ করা হয়ে থাকে |

তার কারণ হিসেবে মনে করা হয় পরিমিত জীবনযাপন করা থেকে শুরু করে যে কোন রকমের কালো দিক গুলো থেকে নতুন দম্পতিকে পৃথক করে রাখা | শিক্ষার আলো পৌঁছলেও আজও টোংদের মধ্যে এই সব রীতিই মেনে চলা হয় |অন্যথায় খারাপ কিছুর আশঙ্কা থাকে তাদের মনে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.