সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’ ছবিটি বয়কটের ডাক দিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জি দেবরাজন বলেন, গুমনামী ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। নেতাজী সুভাষ চন্দ্রের মত দেশনায়ককে, একজন পর্দার অন্তরালে নিভৃতবাসী গুমনামী বাবা বলে প্রমাণ করার অপচেষ্টা হয়েছে। যা নেতাজীর প্রতি চরম অবমাননা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দাবি করেছিলেন, ‘মুখার্জি কমিশনে’র রায়কে ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়েছে। এদিন সৃজিতের সেই দাবিকে নস্যাৎ করে দেবরাজন বলেন, “মুখার্জি কমিশনের রায়কে ভিত্তি করে সিনেমাটি আদৌ তৈরি করা হয়নি। বরং কমিশনের শুনানির উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। এমনকি মনগড়া কাহিনীও টেনে আনা হয়েছে।” এছাড়া সৃজিত এই ছবি তৈরির জন্য ফরওয়ার্ড ব্লকের কাছ যে সহায়তার কথা বলেছে, সেই দাবীকেও খারিজ করে দেয় দেবরাজন।
ভাস্কর মান্না