১০০ বছর আগে কবিভূষণ যোগেন্দ্রনাথ বসু রচিত “পৃথ্বিরাজ “মহাকাব্য “বইটিতে ভারতমাতার এই ছবিটি আছে । বইটির মুখবন্ধে ভারতমাতার উদ্দ্যেশ্যে কবিতার মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে । বইটি বৃটিশ-ভরতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশনের বাংলা সিলেবাসের উপপাঠ্য হিসাবে পড়ান হোত।
প্রকাশক – সংস্কৃত প্রেস ডিপোজিটরী,৩০ কর্ণওয়ালিস স্ট্রীট