পুজোয় বাংলায় কতটা বৃষ্টি, হিসেব কষছে আবহাওয়া দফতর
পুজোর আর বাকি ৩ সপ্তাহ। কিন্তু যেসময়ে এবারের পুজো, সেই সময়েও রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাব থাকে। সাধারণত রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ৮ অক্টোবর। কিন্তু এবার যে চারদিন দুর্গাপুজো তার মধ্যেই এই সময় পড়ে যাচ্ছে। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া দফতরের কর্তারা। বর্যা যেতে অক্টোবরের মাঝামাঝিRead More →