ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখের গণ্ডি পেরিয়ে গেল
একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ভারতেকোন মতে রোধ করাযাচ্ছে না করোনার মারণদৌরাত্ম্য। প্রতিদিনলাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিগত২৪ ঘন্টায় গোটা ভারতে নতুনকরে আক্রান্ত হয়েছে ৬৯২৩৯ বলেকেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণদরের তরফ থেকে জানানোহয়েছে। রবিবারসকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকেজারি করা স্বাস্থ্য বুলেটিনেবলা হয়েছে ভারতের সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা৩০ লাখের গণ্ডি পেরিয়েহয়েছে ৩০৪৪৯৪১। এরমধ্যে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭০৭৬৬৮।সুস্থ হয়ে উঠেছে ২২৮০৫৬৭। বিগত২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনায়মৃত্যু হয়েছে ৯১২ জনের। ফলেসব মিলিয়ে মৃতের সংখ্যা এখনোপর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭০৬। মাত্র১৬ দিন আগে ৭আগস্ট করোনায় আক্রান্তের গণ্ডি ২০ লক্ষপেরিয়ে গিয়েছে। ওদিনভারতের সবথেকে বেশি আক্রান্তেরসংখ্যা ছিল ৬২৫৩৮। ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপঅবস্থা মহারাষ্ট্রের। সেখানেবর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬৯৮৩৩।সুস্থ হয়ে উঠেছে ৪৮০১১৪। রাজ্যেমৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে২১৯৯৫। এইতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাডু।সেখানেসক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৩৭১০।সুস্থ হয়ে উঠেছে ৩১৩২৮০। নিহত৬৪২০।তালিকায়তিন নম্বর স্থানে রয়েছেঅন্ধ্রপ্রদেশ। এইরাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৯৩৮৯।নিহত ৩১৮৯। সুস্থহয়ে উঠেছে ২৫২৬৩৮।চার চার নম্বরেরয়েছে রাজধানী দিল্লি। সেখানেবর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১৫৯৪। Read More →