ইয়ামাল-রাফিনিয়ার গোলে জয় বার্সেলোনার, লা লিগের শীর্ষে ফ্লিকের দল
লা লিগার শীর্ষে উঠে এল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে গোলে হারাল তারা। বার্সেলোনার হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল এবং রাফিনিয়া। ৩৯ মিনিটে ভিয়ারিয়েলের রেনাতো ভেইগা লাল কার্ড দেখায় সহজ হয়ে যায় হান্সি ফ্লিকের দলের লড়াই। টানা সাত ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। রবিবার অ্যাওয়ে ম্যাচেও শুরু থেকে আগ্রাসী ছিলেনRead More →










