সংসদে পাশ হয়ে গেল বনসংরক্ষণ সংশোধনী বিল, সুরক্ষিত থাকবে অরণ্যের অধিকার?
জঙ্গল। অরণ্য। আর অরণ্যের অধিকার। অরণ্যের অধিকার আর বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে বিতর্ক বহুযুগের। সেই সংক্রান্ত লড়াইও ইতিহাসপ্রসিদ্ধ। ভারতের অন্যান্য জনগোষ্ঠীরা কখনোই অরণ্যে বসবাসকারীদের মূলধারার বলে স্বীকার করেননি। চিরকালই তাঁদের প্রান্তিক করেই রাখা হয়েছে। স্বাধীনতার আগে তো বটেই, তারপরেও প্রশাসনের তরফেও তাদের প্রতি রয়ে গিয়েছে গাফিলতি আর অবহেলা। কিছু উন্নয়ন কর্মসূচি নেওয়া হলেওRead More →