চন্দ্রযান ২: চাঁদের মাটিতে বিক্রম কিভাবে ল্যান্ড করেছে! ‘নাসা’র তরফে ‘ইসরো’কে নয়া তথ্য
অপেক্ষা ছিল অনেকদিনের। কাশ্মীর থেকে কন্যাকুমারী স্বপ্ন দেখেছিল , ৭ সেপ্টেম্বর রাতেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলে কাঙ্খিত সাফল্য নিয়ে আসবে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। তবে শেষরক্ষা হয়নি। হিমশীতল চাঁদে এখন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে একা পড়ে রয়েছে বিক্রম। কিন্তু, কেন বিক্রমের সঙ্গে সমস্ত সম্পর্ক এখনও বিচ্ছিন্ন? নেপথ্যে কি হার্ডRead More →