প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। ২০২১-২৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন প্রায় ২২ লাখ কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। সূত্রের খবর, প্রায় ৯৩,০৬৮ কোটি টাকা এই প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে ৩৭, ৪৫৪ কোটি রাজ্যগুলিকে সহায়তা করবে কেন্দ্রী সরকার। সরকারের দাবি, ২২ লক্ষ কৃষককে এই বিশেষ সেচ ব্য়বস্থার আওতায় আনার টার্গেট নেওয়া হয়েছে। তার মধ্যে ২.৫ লাখ তফশিলি জাতি ও ২ লাখ তফশিলি উপজাতিভুক্ত কৃষক রয়েছেন। ট্রেন্ডিং স্টোরিজ
পাশাপাশি ৬০টি প্রকল্প শেষ করারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ‘হর খেত কো পানি’স্কিমের আওতায় প্রায় ৪.৫ লাখ হেক্টর জমিতে সারফেস ওয়াটারের মাধ্যমে সেচ প্রকল্পকে চালু রাখা। সেচ সহায়ক বিভিন্ন জলাধারগুলিকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি কিছু ব্লকে প্রায় ১.৫২ লাখ হেক্টর জমিতে ভৌম জলের মাধ্যমে সেচ ব্যবস্থা জারি রাখার টার্গেট নেওয়া হয়েছে।
মূল লক্ষ্য আরও কৃষি জমিকে নিশ্চিত সেচব্য়বস্থার আওতায় নিয়ে আসা। জলের অপচয় রোধ করা। জলের সর্বোত্তম ব্যবহার করা। যথাযথভাবে সেচ পদ্ধতি গ্রহণ করা ও তার প্রয়োগ করা। জলসাশ্রয়কারী নানা প্রযুক্তিকে আরও বেশি করে প্রয়োগ করা। জলের উৎসগুলি যাতে ঠিকঠাক থাকে সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে এই বিশেষ প্রকল্পের মাধ্যমে। তবে ওয়াকিবহাল মহলের মতে, একাধিক রাজ্যে বিধানসভা ও লোকসভা ভোটের দিকে তাকিয়ে কৃষকদের মন ভেজাতে একেবারে আদাজল খেয়ে ময়দানে নেমেছে মোদী সরকার।