১৩ই ডিসেম্বর,তেহট্টঃ সংঘবদ্ধতায় শক্তির মূল উৎস।কথায় বলে -‘যার দল নেই,তার বল নেই’।সেই দল তৈরিতে নেমে পড়েছে ভারতীয় কিষাণ সঙ্ঘ।নদিয়া জেলা জুড়েই অন্নদাতা কৃষকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কার্যকর্তারা।পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রাপ্য সুযোগ-সুবিধা এবং দাবি-দাওয়া নিয়েও কাজ করে চলেছেন তারা।আজ তেমনই একটি কার্যক্রমের আয়োজন করা হয়েছিল ভারতীয় কিষান সঙ্ঘের তেহট্ট- ১ ও তেহট্ট-২ বিকাশ খন্ডের পক্ষ থেকে।উক্ত সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কিষান সঙ্ঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক অনিল চন্দ্র রায়, নদিয়া জেলা সভাপতি ডাঃ সন্দীপ কীর্তনীয়া, জেলা সহ-সভাপতি অধ্যাপিকা সুচেতা মুখার্জী,জেলা সম্পাদক মিলন খামারিয়া, সহ-সম্পাদক বিভাস মোদক,অর্ণব রায় ও আরও অনেক কার্যকর্তাবৃন্দ।এছাড়াও কৃষি বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত উদ্যানবিদ ড: ব্যাসদেব চট্টোপাধ্যায়, পতঙ্গ বিশারদ ড: সন্তোষ রায় ও আশিষ সরকার।আজকের সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী অনিকেত জোয়ারদার।
আজকের সভাতে বিশিষ্ট উদ্যানবিদ ড: ব্যাসদেব চট্টোপাধ্যায় বিভিন্ন অর্থকরী ফসল, যেমন একাঙ্গী, ড্রাগন ফল, মাল্টা ফল ইত্যাদি ও ঔষধি গাছের চাষ করার জন্য কৃষকভাইদের উৎসাহিত করেন।প্রখ্যাত পতঙ্গবিদ ড:সন্তোষ রায় জৈবিক উপায়ে কীটপতঙ্গ কীভাবে নাশ করা যায়,সেই সম্পর্কে বিস্তারিত জানান এবং বিশিষ্ট কৃষিবিদ আশিষ সরকার ভারত সরকারের ‘কৃষি আইন(২০২০)’ সম্পর্কে চাষিভাইদের সচেতন করেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ‘Farmer Producer Organization (FPOs)’ গঠনের প্রক্রিয়া , নির্দেশিকা ও কৃষকদের সুবিধার ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেন।
আজকের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে তেহট্ট-১ বিকাশ খন্ডের সভাপতি মৃন্ময় বিশ্বাস জানান যে,-"কৃষকভাইদের আধুনিক চাষ সম্পর্কে ধারণা দিতে এবং তাদের ঐক্যবদ্ধ করার জন্যই আজকের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। জেলা সভাপতি ডাঃ সন্দীপ কীর্তনিয়া জানান যে,-" দেশের অন্নদাতারা তাদের প্রাপ্য অধিকার এবং ফলসের ন্যায্য দাম যাতে পান,সে বিষয়ে সচেতন করার জন্যই আজকের এই সভা।" এবং জেলা সম্পাদক মিলন খামারিয়া জানান জানান যে,-" তেহট্ট সাবডিভিশনের বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িয়ে আছে।শিক্ষিত যুবকরা যাতে কৃষিকাজে উৎসাহিত হন সেদিকে তাদের নজর আছে।পাশাপাশি কৃষি সংক্রান্ত সুযোগ-সুবিধা পেতে গেলে দলবদ্ধ হতে হবে।তাই তাদের সংঘবদ্ধ হতে হবে।তবেই তারা নিজেদের প্রাপ্য অধিকার ফিরে পাবে।"
ভারতীয় কিষাণ সঙ্ঘ দেশের কৃষকদের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হয়েছে।তাদের স্লোগান হল,-” দেশ কা হাম ভান্ডার ভড়েঙ্গে,লেকিন কিমত্ পুরা লেঙ্গে।” দেশের কৃষকরা তাদের অধিকার একদিন ঠিক ফিরে পাবে,এই আশা নিয়ে,শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শেষ হয়।