কৃষকের সাথে,কৃষকের পাশে ভারতীয় কিষাণ সঙ্ঘ

কৃষকের সাথে,কৃষকের পাশে-এই অঙ্গীকার নিয়ে ভারতীয় কিষাণ সঙ্ঘ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনবরত কর্মসূচী গ্রহণ করে চলেছে।ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক মাননীয় অনিল চন্দ্র রায় মহাশয়ের আহ্বানে রাজ্যের বিভিন্ন স্থানে সেবামূলক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে।তারই উদাহরণ স্বরূপ এদিন উত্তর ২৪ পরগণার স্বরূপনগর এলাকায় জেলা পর্যবেক্ষক ও রাজ্য কমিটির সদস্য শ্রী আশুতোষ কির্ত্তনীয়া এবং জেলার সাধারণ সম্পাদক শ্রী অমর মন্ডল মহাশয়ের উদ্যোগে একটি শীতবস্ত্র প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন বারাকপুর লোকসভার সাংসদ মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়,ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক মাননীয় অনিল চন্দ্র রায় মহাশয়,নদীয়া জেলার সভাপতি ডা.সন্দীপ কির্ত্তনীয়া,বিশিষ্ট অতিথি অধ্যাপক রজত চ্যাটার্জি,বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাশ,অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রাজ্য সংগঠন সম্পাদিকা সহেলী ঠাকুর সহ কিষাণ সঙ্ঘের জেলা কার্যকর্তাবৃন্দ।

      এদিন সঙ্ঘের পক্ষ থেকে এলাকার ৫২০ জন দুস্থ মানুষের হাতে কম্বল দেওয়া হয়।প্রধান অতিথি শ্রী অর্জুন সিং মহাশয় সঙ্ঘের এই উদ্যোগকে সাধুবাদ জানান,তিনি বলেন কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প থেকে এরাজের কৃষকরা বঞ্চিত হচ্ছেন সেগুলি সর্ম্পকে তাদের ওয়াকিবহাল হতে হবে।এদিন অনিল বাবু জানান রাজ্যের কৃষকদের পাশে থাকতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত।তিনি বলেন কিষাণ সংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রঋষি দত্তপন্থ ঠেংরি জী’র আদর্শকে সামনে রেখে কৃষকের ঘরে ঘরে পৌঁছে যাওয়া এবং তাদেরকে সংঘবদ্ধ করে সামগ্রিক উন্নতি সাধনই সংগঠনের মূল উদ্দেশ্য।ডা. সন্দীপ কির্ত্তনীয়া মহাশয় জানান আর্থিক উন্নতির পাশাপাশি কৃষকদের স্বাস্থ্যের দিকটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।এই উদ্দেশ্যে তিনি বাংলায় ভেষজ উদ্ভিদ চাষের প্রসার এবং সেগুলি ব্যবহার সম্পর্কে বিভিন্ন সেমিনারের মাধ্যমে কৃষকদের অবগত করার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.