ইতিবাচক দিশা নিয়ে শেষ হল কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক। কৃষকদের তরফ থেকে যে চারটি বিষয় নিয়ে আলোচনা করার দাবি বৈঠকের আগে করা হয়েছিল, এদিন সেগুলি আলোচিত হয়েছে। চারটি দাবির মধ্যে দুটিতে ঐক্যমত্যে এসেছে দুই পক্ষ। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে জানুয়ারির ৪ তারিখে। কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, খুব ভালো পরিবেশে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইতিবাচক দিশা নিয়ে বৈঠক সমাপন হয়। চারটির মধ্যে দু’টি বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। দিল্লি তীব্র শীতের কারণে কৃষক নেতাদের কাছে অনুরোধ করা হয়েছে অবস্থান-বিক্ষোভ থেকে প্রবীণ নাগরিক, মহিলা এবং শিশুদের বাড়ি পাঠিয়ে দিতে। পরবর্তী পর্যায়ে বৈঠক হবে ৪ জানুয়ারি। উল্লেখ করা যেতে পারে, এদিন দিল্লির বিজ্ঞান ভবনে ষষ্ঠ বারের জন্য বিক্ষোভরত কৃষকদের ৪০ গঠনের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় সরকার। বৈঠকে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এমনকি কৃষকদের সঙ্গে একসাথে মধ্যাহ্নভোজ করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিন কৃষকদের তরফ থেকে দাবি করা হয় ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নিয়ে পরিবেশ বিষয়ক যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। এই অধ্যাদেশের বাইরে কৃষকদের রাখার আবেদন করা হয়েছে। কৃষকদের এই দাবিতে সম্মতি জানিয়েছে কেন্দ্র। কৃষকদের তরফ থেকে দাবি করা হয়েছিল বিদ্যুতের আইনে যে সংস্কার আনা হয়েছে তাতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এই প্রসঙ্গে কেন্দ্র তরফ থেকে কৃষকদেরকে জানানো বিদ্যুতের যে ভর্তুকি সরকারের তরফ থেকে কৃষকদেরকে দেওয়া হয়, তা বহাল থাকবে। এই নিয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
2020-12-31