গত ৬ ই অক্টোবর, ২০২০ ভারতীয় কিষান সঙ্ঘের কালিম্পং জেলা সমিতির সহায়তায় আত্মনির্ভর ভারত অভিযানের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কালিম্পং জেলার হিমালি ভার্মি কম্পোস্ট ফার্ম, দেবীধারা গাঁ, রামিতেই, লোয়ার ডুঙ্গরাতে মহিলাদের মধ্যে ফসল প্রক্রিয়াকরণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক পরিবারের মাতৃশক্তিবৃন্দ। ঘরে আচার, চাটনি ইত্যাদি সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়, তা হাতে কলমে শেখান দার্জিলিং কৃষি বিজ্ঞান কেন্দ্রের হোম সায়েন্সের বিজ্ঞানী শ্রীমতী আকৃতি প্রধান। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞান কেন্দ্রের কর্মী শ্রী সন্দীপ থাপা। স্থানীয়ভাবে জৈবিক কৃষিকাজে উৎপাদিত ফল ও সব্জিকে ব্যবহার করে ফসল প্রক্রিয়াকরণ করা হয়েছে। এরফলে জৈবিক চাষকে ব্যাপকতা দেওয়া সম্ভব হবে, জানিয়েছেন স্থানীয় মানুষ। দেবীধারা স্ব-সহায়ক গোষ্ঠী বিশেষভাবে এই কাজটি শুরু করেছে।
গত ৯ ই অক্টোবর, ২০২০ ভারতীয় কিষান সঙ্ঘের কালিম্পং জেলা সমিতির সম্পাদক শ্রী পঙ্কজ সাপকোটার আহ্বানে অনুষ্ঠিত হয় জৈবকৃষি সচেতনতা বিষয়ক এক কার্যক্রম। তা অনুষ্ঠিত হয় ভাণ্ডারী গাঁও এবং বঙ্গবস্তি এলাকায়। সেই সঙ্গে স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনার আয়োজনও ছিল, ছিল হোমিওপ্যাথি ওষুধ
বিতরণ সহ মাস্ক-বিতরণের অনুষ্ঠান। উল্লেখযোগ্য উপস্থিতি ছিল অখিল ভারতীয় কার্যকর্তা শ্রী ভানু থাপার।
গত ১২ ই অক্টোবর, ২০২০ ভারতীয় কিষান সঙ্ঘের কালিম্পং জেলা সমিতির যুব-প্রমুখ শ্রী মহেশ দাহালের আহ্বানে অনুষ্ঠিত হয় জৈবকৃষি সচেতনতা বিষয়ক বর একটি কার্যক্রম। তা অনুষ্ঠিত হয় জেলার ইচ্ছে বস্তি ও সুংডুং বস্তি এলাকায়। স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন ছিল, ছিল হোমিওপ্যাথি ওষুধ
বিতরণ সহ মাস্ক-বিতরণের অনুষ্ঠান। উপস্থিতি ছিল অখিল ভারতীয় কার্যকর্তা শ্রী ভানু থাপা।