BREAKING: হেপাটাইটিস সি ভাইরাসের খোঁজ, চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ গবেষক

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য সোমবার আমেরিকান হার্ভে জে অল্টার এবং চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটনকে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করল নোবেল জুরি।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনে করছে, বিশ্বব্যাপী ৭০ মিলিয়নেরও বেশি হেপাটাইটিসের রোগী রয়েছে এবং প্রতি বছর ৪০০,০০০ লোক মারা যায়। এটি এমন একটি রোগ যা কিনা দীর্ঘস্থায়ী এবং ক্যান্সারের জন্য দায়ী।

এর আগে ২০১৯ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পান লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের অধ্যাপক স্যার পিটার র‌্যাটক্লিফ এবং আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম ক্যালিন ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গ্রেগ সেমেনজা।

তবে চলতি বছরে গত বছরের তুলনায় প্রায় ১ লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে সম্প্রতি ঘোষণা করেছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

প্রথম দিন চিকিৎসা বিজ্ঞানের পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর বুধবার রসায়ন, ৮ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ৯ অক্টোবর শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিগত ১০০ বছরের বেশি সময় ধরে এই নোবেল প্রাইজকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক বলে ধরা হয়। আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার হিসেবে প্রবর্তন করেন। তখন অবশ্য পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হত। পরে ১৯৬৮ সালে তাতে যুক্ত হয় অর্থনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.