জন্মবার্ষিকীতে ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে দিল্লির প্যাটেল চক-এ বল্লভভাইয়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল প্রমুখ। বল্লভভাইয়ের জন্মজয়ন্তীতে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বল্লভভাইকে শ্রদ্ধা নিবেদন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও।
৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী, এই দিন “জাতীয় একতা দিবস” হিসেবে পালিত হয়। শনিবার সকালে গুজরাটের কেভাডিয়ায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশে জল ঢেলে, ফুলের পাপড়ি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। এরপর ‘রাষ্ট্রীয় একতা দিবস’-এর প্যারেডে অংশ নেন মোদী। টুইট করেও এদিন বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জাতীয় ঐক্য ও অখন্ডতার অগ্রদূত, লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, ‘জাতীয় ঐক্যের প্রতিবিম্ব, প্রতি ভারতীয়ের হৃদয়ে বাস করা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি।’
2020-10-31