ঠিকভাবে কাজ করছে না Gmail. বৃহস্পতিবার সকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। দেশ জুড়ে তো বটেই, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে Gmail লগ ইন করা যাচ্ছে না।
শুধু লগ ইনের সমস্যাই নয়, কোনও মেলে কোনও অ্যাটাচমেন্ট পাঠাতেও সমস্যা হচ্ছে।
একাধিক ইউজার জিমেল নিয়ে রিপোর্ট করেছেন। ট্যুইটারে অভিযোগ জানিয়েছেন অনেকেই। গুগল তাদের স্টেটাস পেজে লিখেছে, “Our team is continuing to investigate this issue. We will provide an update (later) with more information about this problem. Thank you for your patience.”
জানা গিয়েছে, সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই গুগলের কয়েকটি পরিষেবা ব্যবহারে সমস্যা হচ্ছে গ্রাহকদের। গুগলও এই সমস্যার ব্যাপারে ওয়াকিবহাল। জি সুইটের ড্যাশবোর্ডে গুগলের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যেই সমস্যার সমাধান করে ফেলা যাবে।’’
গুগলের মেল পরিষেবা জি-মেল মসৃণ ভাবে ব্যবহার করা যাচ্ছে না। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জি-মেল ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জি-মেলের সঙ্গে ‘অ্যাটাচমেন্ট’ হিসাবে কোনও ফাইল পাঠানো যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল ১১ থেকে এই সমস্যার সম্মুখীন জি-মেল ব্যবহারকারীরা।