দিনের আলোয় বুনো হাতি পিষে মেরে ফেলেছে জনৈক চা শ্রমিককে। নিহত শ্রমিককে বছর ৪০-এর জনৈক রাজু চাষা বলে শনাক্ত করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি আজ শুক্রবার সকাল প্রায় আটটা নাগাদ করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন পুতনি চা বাগানে সংঘটিত হয়েছে।
গত বেশ কিছুদিন থেকে পাঁচটি বুনো হাতির এক দল পাথারকান্দির বিভিন্ন চা বাগান এবং জনবসতি সম্পন্ন গ্রামাঞ্চলে ব্যাপক উপদ্রব সৃষ্টি করেছে। ওই দলের একটি হাতি অসুস্থ হয়ে পড়েছে। দলছুট অসুস্থ হাতিটি ওই সব এলাকার বাসিন্দাদের বাড়িতে ঢুকে চাষের ফসল তছনছ করছিল। হাতির তাণ্ডবে আতঙ্ক ছিল সর্বত্র। অসুস্থ ওই হাতিটি গতকাল রাত থেকে পুতনি বাগানে অবস্থান করে ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে। আতঙ্কিত জনগণ হাতিটিকে তাড়ানোর তোড়জোড় করছিলেন। আর এতেই বিপত্তি ঘটে শুক্রবার সকালে।
আজ সকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চা বাগানের শ্রমিক রাজু চাষাও হাতি তাড়ানোর জন্য গিয়েছিলেন। এক সময় হাতিটি ঘুরে পাল্টা জনতার দিকে তেড়ে আসেম। হাতির তাড়ায় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু চাষা তার শূড়ে ধরা পড়ে যান। হাতিটি রাজুকে শূড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে পা দিয়ে পিষে কেটে পড়ে।
ঘটনার কিছুক্ষণ পর হতভম্ব স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালের কর্তব্যররত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত মৃত রাজু অবিবাহিত। তবে তাঁর মা, বাবা, ভাই, বোন রয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পুতনি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী নমিতা গোয়ালা (চাষা), পাথারকান্দির রেঞ্জ ফরেস্ট অফিসার দেবজ্যোতি নাথ। তাঁরা সকলেই রাজু চাষার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল এ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বন বিভাগের ঊর্ধ্বতন মহলের খামখেয়ালিপনার খেসারত দিতে হচ্ছে নিরীহ মানুষকে। শীঘ্রই বিষয়টি তিনি মুখ্যিমন্ত্রীর নজরে নেবেন। জিপি সভানেত্রী নমিতা গোয়ালা বলেন, পাথারকান্দিতে বুনো হাতির হামলা নতুন নয়। এরা বছরের পর বছর ধরে এলাকার মানুষের জানমাল নষ্ট করছে। অথচ বন বিভাগ কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন। গত কয়েক বছরে পাথারকান্দিতে প্রায় ডজনখানেক মানুষ বুনো হাতি পিষে মেরেছে। হাতির উপদ্রব থেকে গ্রামাঞ্চলের মানুষকে রক্ষা করতে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন নমিতা।
পাথারকান্দির বিভিন্ন এলাকায় বুনো হাতির তাণ্ডব সম্পর্ক রেঞ্জার দেবজ্যোতি নাথের বক্তব্য জানতে চাইলে তিনি, জানান এ সংক্রান্ত বিষয়েক বার-কয়েক বিভাগীয় ঊর্ধ্বতন মহলের নজরে নেওয়া হয়েছে। কিন্তু ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে না। সরকার তথা বিভাগীয় উপর মহল ব্যাবস্থা না নিলে তাঁর কিছুই করার নেই।
এদিকে বন বিভাগের সহযোগিতায় পুলিশ রাজু চাষার মৃতদেহ পাথারকান্দি হাসপাতাল কর্তৃপক্ষের হাত থেকে সমঝে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে।
2020-12-11