১০টা টু পাঁচটা মিটিং মিছিলে ব্যস্ত শহর, দেখে নিন স্থান-কাল

ধাপে ধাপে একের পর এক অনেকগুলি মিছিল রয়েছে শহরে। তবে যানজটে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে ওই নির্দিষ্ট সময়ে ওই মিটিং মিছিল অবস্থান বিক্ষোভের অঞ্চলগুলি যতটা পারা যায় এরিয়ে চলাই ভালো। তাই সকালেই ট্রাফিক পুলিশের পক্ষে মিটিং মিছিলের স্থান , কাল জানানো হয়েছে।

কি আছে কোথায় ? কখন রয়েছে শহরের মিটিং মিছিলগুলি।

সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে কর্মসূচীগুলি। শিয়ালদহ বিগ বাজারের সামনেই হবে ধরনা। অফিস টাইমে এই ধরনা সমস্যার সৃষ্টি করতেই পারে। বেলা ১১টায় শহীদ মিনারে রয়েছে একটি ছোট্ট অনুষ্ঠান। এরপরে দুপুর বারোটায় একটি অবস্থান বিক্ষোভ রয়েছে ধর্মতলার চেম্বার অফ কমার্স চত্বরে। এরপর ১২.৩০ নাগাদ মিছিল বেরোবে শিয়ালদহ বিগ বাজার থেকে। মিছিল যাবে রামলীলা ময়দান, সিআইটি রোড, বেলেঘাটা, শিয়ালদহ ফ্লাইওভার, এজেসি বোস রোড হয়ে মৌলালি ক্রসিং পর্যন্ত। ১.৩০ নাগাদ ওয়াটগঞ্জ থানা চত্বরে একটি ছোট্ট মিছিল হবে অর্থাৎ খিদিরপুর চত্বরে।

দুপুর দুটোয় পার্কসার্কাস ময়দানে একটি মিটিং রয়েছে। এই মিটিংয়ে আসবার জন্য পার্কস্ট্রিট, তিলজলা, রাজাবাজার থেকে বহু মানুষ বড় বড় মিছিল করে ময়দানে এস পৌঁছবে। তাই ওই চত্বরে দুপুর একটা থেকে ২.৩০ পর্যন্ত যানজট হতে পারে। শেষে বিকেল পাঁচটায় আর এসএম স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে, যা নির্মল চন্দ্র স্ট্রিট, রফিক আহমেদ কিদওয়াই রোড , এসএন ব্যানার্জি রোড ধরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.