সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে শহরে এসে পৌঁছলেন প্রখ্যাত চিকিৎসক দেবী শেট্টি। কলকাতা বিমানবন্দরে তিনি এসে পৌঁছন সকাল ৮ টা ৩৫ মিনিট নাগাদ। সেখান থেকেই সোজা উডল্যান্ডস হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি। খতিয়ে দেখবেন মহারাজের শারীরিক পরিস্থিতি।
যদিও হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগের কোনও কারণই নেই। ভালো আছেন মহারাজ। আপাতত তাঁর অন্য দুই ধমনীতে স্টেন্ট বসানো হচ্ছে না। তবে হাসপাতাল থেকে ফিরে মাসখানেক বিশ্রাম নিতে হবে তাঁকে। দেবী শেট্টি তাঁকে দেখে নিলে সম্ভবত বুধবারই ছুটি পাবেন তিনি।
উডল্যান্ডস হাসপাতালের তরফে শেষ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, জুম ভিডিও কলে দেবি শেট্টি, রমাকান্ত পান্ডে সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এ দিন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের আলোচনা হয়৷ নিউ ইয়র্কের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্যামুয়েল ম্যাথিউ সেই বৈঠকে যোগ দেন৷ তাতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক যে চিকিৎসা হয়েছে তা যথাযথ৷ আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় ভাল আছেন৷ যে ধমনীটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিও এখন ঠিকঠাক কাজ করছে৷ ফলে সব চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর বাকি দু’টি ধমনীতে কিছুদিন পরে স্টেন্ট বসানো হবে৷ হাসপাতালের চিকিৎসকরাই বাড়ি গিয়ে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখবেন৷