বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেন, “প্রধানমন্ত্রী অটলজির পুন্য তিথিতে শ্রদ্ধা জানাই। জাতির উন্নতির জন্য তাঁর কাজ ও প্রচেষ্টা দেশ সর্বদা মনে রাখবে।”

মধ্যপ্রদেশের গালিয়রে ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বাজপেয়ী। অটলবিহারী বাজপেয়ী হলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। সাময়িকভাবে ১৯৯৬, ১৯৯৮-১৯৯৯ এবং পূর্ন মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত। ২০১৮ সালের ১৬ আগস্ট ৯৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। 

মোদী, শাহের পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও আজ সকালে অটল স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এদিন শাহ টুইট করে বলেন, “ভারতরত্ন অটলবিহারি বাজপেয়ী সর্বদা জাতীয়তাবোধ ও ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলতেন। বিজেপির অগ্রগতির পেছনে এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে যেতে তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.