উত্তর ২৪ পরগণা, ১৫ মে: মায়ের সামনে ছেলেকে মারধর করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সহ্য করতে না পেরে মৃত্যু হল বিজেপি কর্মীর মায়ের। মৃতের নাম জ্যোৎস্না মন্ডল (৪৩)। মৃত্যু ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাতের দ্বিজহরি দাস কলোনি এলাকায়।
বিজেপির দাবি, দীর্ঘ দিনের কর্মীর কৃষ্ণ মল্লিক। এদিন রাতে কৃষ্ণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর ও পৈশাচিক অত্যাচার করে। সেই দেখে সহ্য না করতে পেরে মা জ্যোৎস্না মল্লিকের মৃত্যু হয় বলে অভিযোগ বারাসাত জেলা বিজেপির।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিনের কর্মী বারাসাত ন’পাড়ার গীতাঞ্জলি পল্লীর বাসিন্দা কৃষ্ণ মল্লিক। এদিন রাতে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করে। খবর পেয়ে কৃষ্ণের বাবা প্রদীপ মল্লিক ও মা জ্যোৎস্না মল্লিক বাধা দিতে ছুটে আসেন। ছেলেকে নৃশংস ভাবে প্রহৃত হতে দেখে মা সংজ্ঞাহীন হয়ে পড়েন। অসুস্থ মাকে রাত তিনটে নাগাদ বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতেই জ্যোৎস্না মল্লিকের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সিএনএ বা স্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে দেখানো হলেও কৃষ্ণ মল্লিক এবং বিজেপির অভিযোগ সরাসরি তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তৃণমূলের দুষ্কৃতীরা খুনের হুমকি দিচ্ছিল। সে কথা থানাতেও জানানো হয়েছিল। তবে এদিন মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর করতে দেখলে জ্যোৎস্না মল্লিক অসুস্থ হয়ে পড়েন। বারাসাত থানায় এবিষয়ে তাঁরা অভিযোগ দায়ের করেন বলে বিজেপি ও পরিবারের তরফে জানানো হয়েছে।