অবশেষে কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে মুখ তুলে তাকাতে চলেছে বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মাঝারি বৃষ্টির হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।
হাওয়া অফিস সূত্রে খবর, বিস্তৃত দক্ষিণবঙ্গে স্বাভাবিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৫ আগস্টের পর থেকে। যার ফলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি চরমে পৌঁছেছে। এমনকী গোটা পূর্ব উপকূল জুড়েই বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে এবার। মুর্শিদাবাদ ও বীরভূমে ঘাটতি ৫৪%, বর্ধমানে ঘাটতি ৪৪%, নদিয়া ও হুগলিতে ঘাটতির পরিমাণ ৪৮%, উত্তর ২৪ পরগনায় ৬৪%, দক্ষিণ ২৪ পরগনায় ৬০%, হাওড়ায় ঘাটতি ৮২%, পূর্ব মেদিনীপুরে ৫৫%, পশ্চিম মেদিনীপুরে ৪৩%, বাঁকুড়ায় ৬৪% এবং পুরুলিয়ায় ঘাটতির পরিমাণ ৪৯%। অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে একটানা বর্ষনে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।