৯ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল সোনার দাম। ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০ হাজার টাকা। চাহিদার দিকে থেকে বিশ্বে চিনের পরেই রয়েছে ভারত। তাই সোনার এই দাম বৃদ্ধির ফলে চিন্তায় পড়েছেন অনেকেই। কিন্তু করোনাকালে সোনার এই রেকর্ড দাম বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন ব্যবসায়িকমহল।
ভারতে সোনার দাম বৃদ্ধি হওয়ার কারণঃ
প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় ভারতেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, কোভিড অতিমারীর কারণে বিশ্ব জুড়ে আর্থিক সমস্যা তৈরি হওয়ায় শেয়ার বাজারের হার নিম্নমুখী, লগ্নিতে বিদেশি মুদ্রাও আসছে না। উল্টে সোনার উপর লগ্নি করছেন বিনিয়োগকারীরা। তৃতীয়ত, ডলারের দাম পড়ে গিয়েছে, সুদের হারও কম। এই পরিস্থিতিতে সোনাকে লগ্নি হিসেবে ধরছেন অনেকে। ফলে দাম বাড়ছে সোনার।
সোনার দাম আরও বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। সেই আশঙ্কাকে এখনই উড়িয়ে দিচ্ছেন না সোনা কারবারিরা। তাঁদের মতে, সোনার দাম ভারতে প্রতি ১০ গ্রামে ৬৫ হাজার টাকা পর্যন্ত ধাপে ধাপে বাড়তে পারে। তবে আগামী ১৮ থেকে ২৪ দিনের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। দাম বাড়লে এই ক’দিনের মধ্যেই যা বাড়ার বাড়বে।
অনেকে এই সময় সোনা কিনবেন কিনা ভাবছেন। একটা কথা বলা প্রয়োজন সোনার ভালো সময় ও খারাপ সময় রয়েছে। কিন্তু একটা সময় পরে গিয়ে সোনা থেকে সবসময় ভালো রিটার্ন পাওয়া যায়। গত ৫০ বছরে সোনার দামের ইতিহাস দেখলে তা বোঝাই যায়। ১৯৭৩ সাল থেকে প্রতি বছর গড়ে সোনার দাম ১৪.১ শতাংশ হারে বেড়েছে। অতএব, এখন সোনা কিনলে আগামী দিনে তা থেকে রিটার্ন পাওয়া যাবে এটা বলাই যায়।