আগুনে পুড়ে ছাই হয়ে গেল দীঘা মোহনার মাছের নিলাম কেন্দ্রের বেশ কয়েকটি দোকান। ১৫টি দোকান একেবারে পুড়ে গেছে। এছাড়া আরও বেশকিছু দোকান আংশিকভাবে পুড়েছে। কি করে আগুন লাগল তা এখনো জানা যায়নি।
গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে পাশাপাশি থাকা ১টি মাংসের দোকান, ২টি মাছের দোকান, ৩টি কাপড় ও জুতো দোকান, ৩টি সেলুন, ২ টি হার্ডওয়্যারের দোকান, ২টি খাবারের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়।
আগুনের দাপটে রাস্তার বিপরীতে থাকা ৬টি দোকানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন সহ দমকলকর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের মতে ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী থেকে কীভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত অজানা।