কেদারনাথ: চলতি বছরের ২৯ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খুলবে পূণ্যার্থীদের জন্য। এমনই ঘোষণা করল বদ্রী-কেদার মন্দির কমিটি।
কেদারনাথ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পূণ্যভূমি৷ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একাদশতম কেদারনাথ প্রতি বছর শীত পড়ার আগেই বন্ধ করে দেওয়া হয়। উত্তরাখন্ডের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথের মন্দির শীতে যেহেতু পুরোপুরি বরফের নিচে চলে যায় তাই ওই ছ মাসের জন্য দেবাদিদেব মহাদেবের পুজো হয় উখিমঠে ৷ কথিত আছে, এই মন্দির পাণ্ডবদের প্রতিষ্ঠিত।
এবছর ২৬ এপ্রিল আরাধনার পর ওমকারেশ্বর মন্দির থেকে পালকিতে চড়ে কেদারনাথের উদ্দেশে রওনা দেবে বিগ্রহ। ২৭ এপ্রিল রাতে গৌরীকুণ্ডে থাকবে বিগ্রহ। ২৮ তারিখ কেদারনাথে পৌঁছবে পালকি। পুজোর পর ২৯ তারিখ সকাল ৬.১০ মিনিটে খুলে দেওয়া হবে কেদারের দরজা। ৩০ এপ্রিল ভোর ৪.৩০ মিনিটে পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। ২৬ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই বছর আবহাওয়া অনুকূল থাকায় গত বছরের তুলনায় বাড়তে পারে পূণ্যার্থীর সংখ্যা। গত বছর ৪০ লক্ষেরও বেশি পূণ্যার্থী গত বছর চারধাম যাত্রায় গিয়েছিলেন।
উল্লেখ্য, পুণ্যার্থীদের যাত্রা সহজ করে তুলতে ৩১ জানুয়ারি থেকে উত্তরাখণ্ড সরকার “মেরি যাত্রা” নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে চারধাম যাত্রা সংক্রান্ত নানা তথ্য পুণ্যার্থীরা বাড়ি বসেই জানতে পারবেন। এই অ্যাপের সাহায্যে পুণ্যার্থীরা যাত্রাকালীন ৪০০ কিলোমিটারের মধ্যেই দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি সম্পর্কে তথ্য পাবেন অনায়াসে।